আমাদের সম্পর্কে

খাবার মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি শখ কিংবা বিলাসিতার বস্তুও বটে। খাবারের রয়েছে নানা মান, গুণ ও রকম ফের। খাবার যেমন আমাদের শরীরে পুষ্টির যোগান দেয় তেমনি ভাবে আমাদের মনের রুচি এবং শখ ও পূরণ করে।

পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রকম ফসল উৎপাদিত হয় এবং তার ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন স্থানে আলাদা ধরনের খাবারও তৈরি হয়। স্থান ভেদে খাবারের গুণ ও মানে পার্থক্য হয়। একই খাবার বিভিন্ন স্থানে বিভিন্ন রকম স্বাদ যুক্ত হয়।

যেহেতু স্থান ভেদে খাবারের গুণ এবং মানের পার্থক্য তৈরি হয়, তাই নির্দিষ্ট স্থানের খাদ্যদ্রব্যেই প্রত্যেক খাবারের আসল গুন এবং মান লুকায়িত থাকে। এ বিষয়টাকে মাথায় রেখে অর্গানিক মার্কেট ঢাকা দেশব্যাপী ঐতিহ্যবাহী খাবার এবং খাদ্যদ্রব্যসমূহ সাধারণ ক্রেতাদের হাতে তুলে দিতে উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের অংশ হিসাবে আমরা (অর্গানিক মার্কেট ঢাকা) বাংলাদেশের বিভিন্ন স্থানের বিশেষায়িত কিছু খাদ্য এবং খাদ্যদ্রব্য সমূহ সংগ্রহ করেছি।

অর্গানিক মার্কেট ঢাকা এর খাদ্য পণ্য সমূহ:
ঘি, শরিষার তৈল, কালোজিরা তৈল, সরিষা ফুলের মধু, কালোজিরা ফুলের মধু , আখের গুড়, খেজুর গুড়, মাসকলাইয়ের বড়ি, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুড়া, টাঙ্গাইলের চমচম এবং বগুড়ার দই।

আমাদের লক্ষ্য হচ্ছে স্বল্প সময়ের মধ্যে খাঁটি জিনিসটি প্রস্তুতকারকের দুয়ার হতে গ্রাহকের দুয়ারে পৌঁছে দেয়া। সঠিক এবং মানসম্পন্ন খাদ্য কিংবা খাদ্য পণ্যটির আসল স্বাদ আস্বাদনে গ্রাহককে সচেষ্ট করা। এই লক্ষ্যে সারা দেশব্যাপী আমাদের এক ঝাঁক তরুণ কিন্তু অভিজ্ঞ লোকবল নিরলস ভাবে কাজ করছে।

দেশের যে কোন স্থানের ঐতিহ্যবাহী খাদ্য কিংবা খাদ্য পণ্যের আসল স্বাদ গ্রহণ করতে এখনই অর্ডার করুন অর্গানিক মার্কেট ঢাকা এর পণ্য সমূহ। আপনার বিশ্বাস বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

© 2024 Organic Market Dhaka. All rights reserved.